চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ দুদিনে ১২ কিশোর আটক

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ দুদিনে ১২ কিশোর আটক

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত, চুরি, মাদক সেবন ও চোরাচালান কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই নির্দেশনার আলোকে গত দুদিনে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বাহার মিয়া।

থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবুল কালাম গাজীর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে শহরের নাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রথম ধাপে ৫ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে আবার পরে তাদেরকে নিয়ে কত লাগবে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. ইসমাইল (১৭), পিতা–আতিকুর রহমান, সাং–আলিমপাড়া, মো. রেজওয়ান ইসলাম তানিম (১৬), পিতা–আনিছুর রহমান, সাং–মঠখোলা, ছলেমান আজিমীন (১৫), পিতা–নজরুল ইসলাম, সাং–বড় স্টেশন, রেদুয়ান হোসেন (১৭), পিতা–গিয়াস উদ্দিন, সাং–নাজিরপাড়া। আটককৃতদের শুক্রবার আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়।

দেশীয়

পরদিন শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শহরের কুমিল্লা রোডের স্বর্ণখোলা এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও ৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তারা হলেন মো. শাওন (১৮), পিতা–মো. শাহআলম পাটোয়ারী, সাং–চরপাড়া, মো. রায়হান (১৮), পিতা–মো. রবিউল ইসলাম মিজি, সাং–পশ্চিম গাবদের গাঁও, মো. শামিম (১৮), পিতা–মোস্তুফা কামাল সরদার, সাং–চরপোয়া (ফরিদগঞ্জ), রাহাত খান (১৮), পিতা–আব্দুল মমিন, সাং–ঘোষেরহাট, শাহমাহমুদপুর, সৈকত খান (১৮), পিতা–মহসিন খান, সাং–চাঁনখার বাজার, মো. হামিম (১৮), পিতা–কবির গাজী, সাং–মধ্য গুনরাজদী ও তাসদি তোহা অহি (১৮), পিতা–আবু ইউসুফ, সাং–মিশন রোড।

সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, “চাঁদপুরে কোনো ধরনের কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অবৈধ অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের গ্যাংয়ের বাকি সদস্যদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আরও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তাদের বিরুদ্ধে ‘দ্রুত বিচার আইনে’ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
১৮ অক্টোবর ২০২৫

Explore More Districts