চাঁদপুরে দুশতাধিক নারীকে বিনামূল্যে স্তন-জরায়ু মুখ ক্যান্সার চিকিৎসাসেবা

চাঁদপুরে দুশতাধিক নারীকে বিনামূল্যে স্তন-জরায়ু মুখ ক্যান্সার চিকিৎসাসেবা

‘স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিকভাবে শনাক্তকরণ জীবন বাঁচায়’ এই স্লোগানকে ধারন করে চাঁদপুরে এক মহতী চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের বায়া রুমে (Via Outdoor) বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চাঁদপুর রোটারী ক্লাব ও জিওএসবি (গাইনোকোলজিকাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ)-এর যৌথ উদ্যোগে ​সকাল ৯টা থেকে দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় দুই শতাধিক নারী রোগীরা বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এদের মধ্যে ৩ জনের জরায়ু ক্যান্সারের লক্ষণ পাওয়া গেছে।

​এই বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে যুক্ত হন স্থানীয় হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসাসেবা প্রদান করেন, ​ঢাকা থেকে আগত ডা. সাবেরা খাতুন ও ডা. অন্যন্যা। এছাড়া ​চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের (অ্যাসিস্ট্যান্ট অফিসার) গাইনী বিশেষজ্ঞ ডা. তাবেন্দা আক্তার মেডিকেল অফিসার আঞ্জুমারা পেন্সি, এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. নুসরাত জাহান।

​​চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনে এবং উৎসাহিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, ​চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, চাঁদপুর সরকারি জেনারেল ​হাসপাতালের তত্বাবদায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, এবং কনসালটেন্ট (মেডিসিন) ডা. আসিফ ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, ​চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি ডা. এম জি ফারুক ভূঁইয়া, প্রফেসর জাকির হোসেন, খোরশেদ আলম কাঞ্চন, সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

​ইনার হুইল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খোদেজা বেগম, কোষাধ্যক্ষ প্রীতি রাণী সাহা, সদস্য রূপালী বেগম, ​রোটার‍্যাক্টের সভাপতি আফজাল কাজী, পিপি নাজমুন নাহার, সহ-সভাপতি ওবায়দুর রহমান, বুলেটিন এডিটর নাঈম হোসেন, সার্জেন এন্ড আমস জহিরুল ইসলাম, এবং কমিউনিটি সার্ভিস ডিরেক্টর তাইয়েব হোসেন।

​এছাড়াও, এই সফল আয়োজনে চিকিৎসকদের সহযোগী হিসেবে ১৩ জন নার্স ও শিক্ষার্থী নার্স নিরলসভাবে কাজ করেন।​সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে জীবন বাঁচানোর এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উক্ত কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর, রোটারী ক্লাব অব চাঁদপুর এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্সিয়াল কর্মসূচি (BRAC)। দিনব্যাপী এই কার্যক্রমের ​সহযোগিতায় ছিলো, গাইনোকোলজিকাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (GOSB) ​রোটারী ক্লাব অব ক্যাটারবেরি (UK)​রোটারী ক্লাব এবং ঢাকা সেইফ লাইফ ফাউন্ডেশন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৩০ অক্টোবর ২০২৫

Explore More Districts