চাঁদপুরে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটি’র উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এমভি জাকির সম্রাট-৩ লঞ্চ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। হতাহতের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা।
স্টাফ করেসপন্ডেট/
২৬ ডিসেম্বর ২০২৫
