চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টায় দুই দল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রসহ আনুমানিক ২০-৩০ জন চাঁদপুর মুখার্জি ঘাট এলাকায় নাশকতার উদ্দেশে জড়ো হয়েছে।
তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী মুখার্জি ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং সদস্যকে আটক করে যৌথবাহিনী।
আটকরা হলেন- চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃত রুহুল আমীনের ছেলে মেহেদী হাসান রাকীব (১৮), উত্তর ইচলীর মো. আলমগীর হোসেন খানের ছেলে মো. আসিফ (১৮) ও ইসলামপুর গাছতলা এলাকার সেলিম শেখের ছেলে শুভ শেখ (১৮)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, ‘নাশকতার উদ্দেশে তারা মুখার্জি ঘাটে জড়ো হয়েছিল। বাকি কিশোর গ্যাং সদস্যদের ধরতে আমাদের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। আমরা চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কিশোর গ্যাং এবং যেকোন অপরাধীদের ব্যপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটকদের বিষয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’
স্টাফ রিপোর্টার, ১৯ মে ২০২৫