চাঁদপুরে খেলাফত মজলিসের মানববন্ধন

চাঁদপুরে খেলাফত মজলিসের মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা। ১৫ অক্টোবর বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র-জনতার কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি। জুলাই সনদ বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাস করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে। এই গণদাবি উপেক্ষা করা হলে এদেশের মানুষ আবারো গণআন্দোলনে যেতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে। তাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, আমিলার সদস্য মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার/
১৫ অক্টোবর ২০২৫

Explore More Districts