চাঁদপুরে এ অর্থবছর ঋণ বিতরণ ২৩১ কোটি টাকা : আদায় ২১৪ কোটি

চাঁদপুরে এ অর্থবছর ঋণ বিতরণ ২৩১ কোটি টাকা : আদায় ২১৪ কোটি

চাঁদপুররে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২৪-’২৫ অর্থবছররে মার্চ পর্যন্ত ২৩১ কোটি ৪৭ লাখ টাকা কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছে বলে জেলা কৃষি ঋণ কমিটির এক সূত্রে সম্প্রতি এ তথ্য জানা গেছে । এর মধ্যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে বিতরণ ২০১ কোটি ৭০ লাখ টাকা। জেলার ২৪টি বেসরকারি ব্যাংকের বিতরণ মার্চ ২০২৫ পর্যন্ত ২৯ কোটি ৭৭ লাখ টাকা ।

ওই সব ব্যাংকে ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৬৭ কোটি ৮৫ লাখ টাকা। ব্যাংকগুলোর মার্চ মাসের মাসিক এক প্রতিবেদন সূত্রে ২৮ এপ্রিল জেলার অভিভাবক ব্যাংক নামে খ্যাত সোনালী ব্যাংক, প্রিন্সিপ্যাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।

সংশিষ্ট ব্যাংকের আঞ্চলকি র্কাযালয়ের সূত্র মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে গত মার্চ পর্যন্ত কৃষিঋণ ও দারিদ্রবিমোচন বিতরণ করেছ ১৪ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। অগ্রণী ব্যাংকরে ২১টি শাখার মাধ্যমে ১০ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা, জনতা ব্যাংকরে ১৫টি শাখার মাধ্যমে ৫ কোটি ৬১ লাখ ৪১ হাজার টাকা,বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮টি শাখার মাধ্যমে ৮৮ কোটি ৩৯ লাখ ৩২ হাজার টাকা।

কর্মসংস্থান ব্যাংকরে ৪টি শাখার মাধ্যমে মার্চ ২০২৫ পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ২ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার টাকা এবং বেসিক ব্যাংক ৭ লাখ টাকা বিতরণ করে। বেসরকারি ২৪ টি ব্যাংক বিতরণ করে ২৯ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

এ দিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০২৪-’২৫ র্অথবছরে মার্চ পর্যন্ত পূর্বের বকেয়াসহ আদায় করেছে ২৪ কোটি ২৫ লাখ টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে। এ ছাড়া ৫২৩ কোটি ১৯ লাখ ২৯ হাজার বকেয়া হিসেবে জেলার কৃষি,দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে।

ব্যাংকগুলোতে আদায়যোগ্য ঋণের পরিমাণ ১১০ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা। অগ্রণী ব্যাংকের একজন ব্যাংক কর্মকর্তা জানান,‘ বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।’

আবদুল গনি,
৩০ এপ্রিল ২০২৫
এজি

Explore More Districts