চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের নিয়ে বড়ষ্টেশন কমিউনিটির ব্যতিক্রমী ফল উৎসব

চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের নিয়ে বড়ষ্টেশন কমিউনিটির ব্যতিক্রমী ফল উৎসব

চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বড়ষ্টেশন কমিউনিটির আয়োজনে এতিম শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের বড়স্টেশন লঞ্চঘাট মাদ্রাসায় এই আয়োজন করা হয়।‌ এতে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী, মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং এলাকার সুধীসমাজ অংশগ্রহণ করেন। তারা একসাথে বসে মৌসুমী ফল উৎসবে অংশ নেন।

ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী বড়ষ্টেশন জামে মসজিদের খতিব বীর মুক্তিযোদ্ধা মাওলানা মুফতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ষ্টেশন কমিউনিটির উপদেষ্টা মন্ডলির সদস্য ফয়সাল গাজী বাহার, সালাউদ্দিন সেলিম, হোসাইন গাজী, মোস্তফা মাল, হোসাইন চোকদার, মোঃ শরীফ মোল্লা, জিল্লু বেপারি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, হিলশা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, চেয়ারম্যান বাকি বিল্লাহ, মনির সরকার, আব্দুল মান্নান, আক্কাছ মাল। সংগঠনের কার্যকরী সদস্য মোঃ সাইফুল খান, সালাউদ্দিন খাঁন, মিহাদ হোসেন, জাহিদ ভূঁইয়া, আমিন, আবির হোসেন, স্বেচ্ছাসেবী বোরহান, খোকা, রাব্বি।

আমন্ত্রিত মেহমান হিসেবে অংশ নেন, মাছঘাট মসজিদের ইমাম মাওলানা ত্বাকদির হোসাইন, কবরাস্থান মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন, ক্লাবরোড় মসজিদের ইমাম ও খতিব মোশাররফ হোসেন, বায়তুল নূর জামে মসজিদের ইমাম জয়নাল আবেদিন, লঞ্চঘাট মসজিদের ইমাম,নিশীরোড় মসজিদের মুয়াজ্জিন, চোকদার বাড়ি মসজিদের ইমামসহ চাঁদপুর বড়স্টেশন এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিবগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মসজিদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন আশ্রাফী। সার্বিক তত্বাবধানে ছিলেন বড়স্টেশন কমিউনিটি চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য সালাউদ্দিন সেলিম।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৪ জুন ২০২৫

Explore More Districts