চাঁদপুরে এক হাজার ১৪১টি মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

চাঁদপুরে এক হাজার ১৪১টি মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

চাঁদপুর জেলা পুলিশের সফল অভিযানে গত এক বছরে (২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত) মোট ১ হাজার ১৪১টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এ সময়ে জেলার আটটি থানায় মোট ৩ হাজার ৬৬৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয় মোবাইল হারানো বা চুরির ঘটনায়।

এসব জিডির ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়।

থানা-ভিত্তিক উদ্ধারকৃত মোবাইলের পরিসংখ্যান অনুযায়ী—চাঁদপুর সদর মডেল থানা থেকে ২০১টি, হাইমচর ৪০টি, ফরিদগঞ্জ ১০৯টি, মতলব দক্ষিণ ২৩৯টি, মতলব উত্তর ১২৪টি, শাহরাস্তি ৬৫টি ও কচুয়া থানা থেকে ২১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, কোনো মোবাইল হারালে অবশ্যই আইএমইআই নম্বরসহ জিডি করতে হবে। আমরা সেই নম্বরের ভিত্তিতে ব্যবহারকারীকে শনাক্ত করি এবং সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যে মোবাইল উদ্ধারে সক্ষম হই।

তিনি আরও বলেন, পুরোনো মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আইএমইআই নম্বর যাচাই করে প্রকৃত মালিক নিশ্চিত করতে হবে। সবাই সচেতন হলে মোবাইল চুরির প্রবণতাও কমে আসবে।

এসপি জানান, পুলিশের এই উদ্যোগ ভুক্তভোগীদের আস্থা ফিরিয়ে এনেছে। কোনো তদবির ছাড়াই স্বতঃপ্রণোদিতভাবে জেলা পুলিশ এসব ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয়। ‘মোবাইল ফেরত পাওয়ার পর ভুক্তভোগীদের মুখের হাসি আমাদের আরও অনুপ্রাণিত করে, যোগ করেন তিনি।

হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিকরা বলেন, পুলিশের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস বহুগুণে বেড়ে গেছে। এ জন্য তারা চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চাঁদপুর জেলা পুলিশের এই সাফল্য শুধু প্রযুক্তিগত দক্ষতারই প্রমাণ নয়, বরং জনগণের প্রতি আন্তরিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে।

স্টাফ করেসপন্ডেট/ ২৭ আগস্ট ২০২৫

Explore More Districts