চাঁদপুরে এই প্রথম শুরু হয়েছে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুরে এই প্রথম শুরু হয়েছে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালা মেনে চলা প্রয়োজন। একজন সাংবাদিক ইচ্ছে করলেই তার টাইমলাইনে যে কোন তথ্য পোস্ট করতে পারেন না। তাকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। নারী ভিকটিমদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার নাম পরিচয় পোপন রাখতে হয়। সাধারণ মানুষ একজন সাংবাদিককে অনুসরণ করে এবং তার তথ্যকে নির্ভরশীল ও সত্য মনে করে।
একেবারে উপজেলা পর্যায়ে সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে এমন প্রশিক্ষণ আয়োজন করায় সমিতি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি সাংবাদিকদের জন্য আরো প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আরো গুরুত্ব দিবেন বরে বক্তব্য তুলে ধরেন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রশিক্ষণার্থী মাওলানা শামছুদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক, ২৪ এপ্রিল ২০২৫

Explore More Districts