চাঁদপুরে ইলিশ চত্বর মোড়ে সংস্কার কাজের ধীরগতি, খানাখন্দে দেবে গেল ট্রাক

চাঁদপুরে ইলিশ চত্বর মোড়ে সংস্কার কাজের ধীরগতি, খানাখন্দে দেবে গেল ট্রাক

চাঁদপুর শহরের প্রবেশদ্বার ইলিশ চত্বর মোড়ে চলমান সড়ক সংস্কার কাজের ধীরগতির কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক ও যাত্রীরা। প্রায় দেড় মাস আগে শুরু হওয়া সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় চত্বরের বর্ধিত অংশে তৈরি হওয়া খানাখন্দকগুলো বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে টানা বৃষ্টির পর এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়ে বরিশাল জেলার চরমোনাই গ্রামের ট্রাকচালক রাজু। জানা যায়, তিনি ঢাকা থেকে সরিষা নিয়ে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইলিশ চত্বর মোড়ে পৌঁছালে রাস্তার খানাখন্দক বৃষ্টির পানিতে ডুবে থাকায় তিনি সড়কের অবস্থান বুঝতে পারেননি। ফলে ট্রাকটি হঠাৎ করেই দেবে যায়।

ঘটনাটি সম্পর্কে চালক রাজু বলেন, “ভোর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, পানি রাস্তার সমান হয়ে গিয়েছিল। এখানে যে খানাখন্দক আছে, তা বোঝার কোনো উপায় ছিল না। আমি ভেবেছিলাম টার্নিংটা পাকা সড়কের অংশ, কিন্তু আসলে সেখানে নিচু জায়গায় পানি জমে ছিল। বুঝে ওঠার আগেই গাড়িটা দেবে যায়।”
তিনি আরও বলেন, “এই সড়কে তো আরও অনেক গাড়ি আসে, তারাও এমন পরিস্থিতির শিকার হতে পারে।”

স্থানীয় চালক ও পথচারীদের অভিযোগ, সংস্কার কাজ শুরু হলেও যথাযথ পরিকল্পনা ও গতির অভাবে সড়কটি এখন দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দগুলো পানিতে ঢেকে যাওয়ায় রাস্তার প্রকৃত অবস্থান বোঝা যায় না, যা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সংস্কার কাজ সম্পন্ন ও সড়কটি সচল রাখার দাবী জানিয়েছেন। তারা বলেন, “ইলিশ চত্বর শহরের প্রধান প্রবেশপথ, এই অবস্থায় দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি অগ্রহণযোগ্য।”

চাঁদপুর পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ নাগরিকরা।

চাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) দীলিপ কুমার দে বলেন, ইলিশ চত্বরের চলমান কাজটি ভুলবশত প্রটেকশনের ব্যবস্থা না করায় একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি এবং আজকের মধ্যেই প্রোটেকশনের ব্যবস্থা করা হবে। রাস্তার কাজের কিছু জটিলতা ছিল যার কারণে কাজগুলো একটু দেরী হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে শীঘ্রই কাজটি সম্পন্ন করা হবে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
৯ অক্টোবর ২০২৫

Explore More Districts