চাঁদপুরে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২

চাঁদপুরে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২

চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ ক্বারী ও সোহাগ ক্বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

এর আগে শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনঃ সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়ীর মৃত বিল্লাল ক্বারীর ছেলে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী। শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় এসআই (উপ-পরিদর্শক) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-২৮।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে
মাদক মামলা নং-৩১, (জি আর ১২০) ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ ক্বারীকে গ্রেপ্তার করতে (৮ মে) বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশের উপর হামলা করে আসামী সবুজ ক্বারীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আসামী পক্ষের লোকজনের হামলায় এসআই শফিকুল ইসলাম ও কন্সটেবল জাকির হোসেন গুরুত্বর আহত হয়। শনিবার দিনগত রাত আড়াইটায় চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে আসামীদের ধরতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আসামী সবুজ ক্বারীর বিরুদ্ধে মাদক মামলা নং-১০,৩০, ৩৬, ৩৩ ও ৩১, জিআর -১৩৪, ৩৮৩, ২১৪, ৬৯৩ ও ১৯৩ মামলা রয়েছে। এছাড়া মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা নং-৪৭, জি আর-৪২০ মামলা রয়েছে।
এছাড়া সোহাগ ক্বারীর বিরুদ্ধে মটর সাইকেল চুরি মামলা নং-৪৭, জিআর-৪২০ ও বসতঘরে চুরি মামলা নং-২৩, জিআর ২৩ মামলা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, গত ৩ দিন পূর্বে থানার একটি চৌকস টিম ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ ক্বারীকে গ্রেপ্তার করতে যায়। এ পর্যায়ে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারীসহ কয়েকজন পুলিশ কে হেনস্তা করে। পরবর্তীতে গতকাল পুনরায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সবুজ ক্বারীর বিরুদ্ধে মাদক ও মোটর সাইকেল চুরিসহ ৭ টি এবং তার ভাই সোহাগ ক্বারীর বিরুদ্ধে মোটর সাইকেল ও বসতঘরে চুরিসহ ২ টি মামলা রয়েছে। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক , ১২ মে ২০২৫

Explore More Districts