চাঁদপুরে আরসিওয়াই ফোরামের জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা

চাঁদপুরে আরসিওয়াই ফোরামের জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা

সিনিয়র সাবেক যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ফোরামের (আরসিওয়াই) জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শহরের ট্রাক রোড গাজী সড়কের চাঁদপুর জমিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের হল‌রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুদ্দিন আহমেদ রিয়াজ। সাধারণ সম্পাদক মো. রিয়াজুর রহমান রানার পরিচালনায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, উপদেষ্টা বি এম হান্নান, উপদেষ্টা মো: আক্তারুজ্জামান খোকা ও উপদেষ্টা এডভোকেট মো: খোরশেদ আলম ও নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. খোরশেদ আলম খান,সহ-সাধারণ সম্পাদক পিনাক বাইন প্রমুখ।

উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ফয়সাল প্রধানীয়া (খালেদ), সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম (জনি), সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা পারুল, কোষাধ্যক্ষ শওকত হোসেন রাহাত, সহ-কোষাধ্যক্ষ ইসমাইল খান (শুভ), প্রশিক্ষণ সম্পাদক ফাতেমা বেগম, ত্রাণ ও সেবা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম শ্যামা, প্রচার সম্পাদক নজরুল ইসলাম আতিক, নির্বাহী সদস্য সদস্য মারজান আক্তার (সেতু), খোদেজা আক্তার, বিশ্বজীৎ রনি, মোহাম্মদ লিটন গাজী, লুৎফর রহমান রিপন, ওমর ফারুক।

সভায় অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন উক্ত অনুষ্ঠানে বড় অংকের অর্থ প্রদানের আশ্বাস দেন। এছাড়া বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কগণ সাধ্যমত অর্থ দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। তাছাড়া অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করাসহ আগামী সভায় সংগঠনের লোগো উন্মোচনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের প্রতিটি সভায় সকলকে উপস্থিত নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়।

পরে সংগঠনের নতুন কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাবেক যুব রেড ক্রিসেন্ট সদস্য শেখ মহিউদ্দিন রাসেলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। সাবেক সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, আমাকে যে আগামী অভিষেক অনুষ্ঠান প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বানিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে এই অনুষ্ঠানটি সকলের সহযোগিতায় স্মরণীয় করে রাখার মত হবে ইনশাল্লাহ। আগামী মাসের ১৭ অক্টোবর চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে এতে সকলের সার্বিক সহযোগিতা জরুরি প্রয়োজন।মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট যেভাবে কাজ করেছে এবং এখনো করছে তা প্রশংসার দাবিদার আপনারা সবাই আগামী মাসের অনুষ্ঠানটি সফল করার জন্য যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

স্টাফ রিপোর্টার/ ১৩ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts