প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা শনিবার ( ২৮ জুন) চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুর জেলার ডেন্টাল সার্জনদের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন করমশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা থেকে আগত ডাঃ কাজী আবুল হাসান আজাদ। এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত ডেন্টাল চিকিৎসকগন এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান এধরণের প্রশিক্ষণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এধরনের প্রশিক্ষণ উন্নতমানের চিকিৎসা প্রদানের জন্য অত্যাবশকীয়। রোগীদের দাঁতের যেকোনো সমস্যায় বিডিএস ডাক্তারের শরনাপন্ন হওয়ার আহবান জানান।
দাঁতের চিকিৎসায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় আলোকপাত করা হয়।
স্টাফ রিপোর্টার, ২৯ জুন ২০২৫