চাঁদপুরের ৫টি আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

চাঁদপুরের ৫টি আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে সংসদ সদস্য পদে লড়তে মনোনয়ন প্রত্যাশী হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্ব স্ব আসনের প্রার্থীরা।

১৩ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে এনসিপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী দেওয়ান মো. শরীফুল ইসলাম।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মূখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম।

স্টাফ করেসপন্ডেট/
১৩ নভেম্বর ২০২৫

Explore More Districts