চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোববার সকালে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা লাকি আক্তারের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ আবু রায়হান।

চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানে কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, ধানুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোক্তার মিজি, আলী আহমদ মিজি, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুর হোসেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা মুক্তারানী সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আবু রায়হান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন বলেন, আজ প্রায় ১২শ’ রোগীর উপস্থিতি দেখে প্রতিয়মান হয় যে এখানে ভালো চিকিৎসা হয়। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সব সময় আল্লাহর হুকুম এবং নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত মোতাবেক চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই আমরা ইসলাম অনুযায়ী কাজ করি। তাহলে আর আমাদের কোনো রোগী থাকবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা সকলেই চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সকলের জন্য দোয়া করবেন, যেন যতদিন বেঁচে থাকি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, আমি ছোট থেকে আল্লাহর রহমতে সাংবাদিকতার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরো বেশি কাজ করতে পারব। শুধু আমাদের জন্য দোয়া করবেন। কারণ রোগীদের দোয়া কবুল হয়। যার চক্ষু নাই বা যার চোখে সমস্যা তিনি বুঝেন চোখের প্রয়োজনীয়তা। তাই চোখের দৃষ্টি যেন ভালো থাকে সেদিকে সুখের যত্ন করতে হবে। তাহলেই আমরা চোখের অসুখ থেকে মুক্তি পাবো।

তিনি আরো বলেন, চাঁদপুরজমিন হাসপাতালে ডায়গনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনামূল্যে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের সাথে কবুল করে নেয়।

তিনি বলেন, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি ৮৬ বছরেও চশমা ব্যবহার করেন না আজ ছোট ছোট বাচ্চারাও চশমা ছাড়া চলতে পারেন না। কারণ আমাদের মধ্য থেকে বাবা মা রা এখন ইউটিউব এবং মোবাইল নিয়ে সারাক্ষণ দেখতে থাকেন। তাই ওই বাচ্চারাও এই ধরনেরই হয়। এজন্য চোখের সমস্যা জটিল আকার ধারণ করছে আমি অনুরোধ করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মোবাইল থেকে দূরে থাকবেন তাইলে চোখের সমস্যা হবে না।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকনসহ আগত অতিথিবৃন্দ। এখানে আজকে প্রায় ১২০০ রুগী চিকিৎসা শেষে ১৫০ জনকে অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।

স্টাফ রিপোর্টার, ৪ মে ২০২৫

Explore More Districts