চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর সম্পাদক খালেক

চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর সম্পাদক খালেক

২৪ October ২০২৫ Friday ৮:০১:৫৮ AM

Print this E-mail this


চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনঃ সভাপতি জাহাঙ্গীর সম্পাদক খালেক

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং কৃষক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার ।

নতুন কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘরামীকে সভাপতি এবং মোঃ খালেদ হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। মিজানুর রহমান (নান্টু বাড়ি) সিনিয়র সহ-সভাপতি, রেজাউল করিম কোতয়াল সাংগঠনিক করে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা অনুমোদন করা হয়।বিএনপির অন্যতম অঙ্গসংগঠন কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছে। কৃষকদল মনে করে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য দাম ও প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts