চাঁদপাশা ইউনিয়নে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
২১ March ২০২৫ Friday ৮:১৯:০৭ PM
বাবুগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন চাঁদপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে “তাক্বওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ২১ শে মার্চ শুক্রবার বিকাল ৪টায় চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর, সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ নূর হোসেন সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহিন রেজার সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারী মাস্টার আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ মোরশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মহিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপাশা ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আলমগীর হোসেন স্বপন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পবিপ্রবি শিক্ষক ড. সন্তোষ কুমার বসু সাময়িক বরখাস্ত
হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী
গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব: বরিশালে নাহিদ ইসলাম
সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ