চলমান সংকট নিরসন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়নের দাবি

চলমান সংকট নিরসন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়নের দাবি

চলমান সংকট নিরসন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়নের দাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজের চলমান সংকট নিরসনে ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বাস্তবায়নে কলেজ প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন ।

এ সময় নেতৃবৃন্দ বলেন আমরা কলেজ প্রশাসনের নিকট আমাদের ১৯ দফা দাবী বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করেছি আমরা আশাবাদী অধ্যক্ষ ও উপাধক্ষ্য স্যার মহোদয় খুব দ্রুতই দাবিসমূহ বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন।

দাবিসমূহঃ
১) ইসলামের ইতিহাস বিষয়ে ও বিজ্ঞান বিভাগের নুন্যতম একটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
২) নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।
৩) কলেজে পৃথক বিজ্ঞান ভবন ও লাইব্রেরী ভবন নির্মানের যথাযথ উদ্যেগ গ্রহন করতে হবে।
৪) কলেজের অডিটোরিয়ামটি সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
৫) কলেজের ল্যাবরেটরি খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়াতে হবে এবং ল্যাবরেটরিগুলোকে সচল ও সমৃদ্ধশালী করতে হবে।
৬) কলেজ লাইব্রেরীর সংস্কার এবং সেখানে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করতে হবে।
৭) কম্পিউটার ল্যাব সচল করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
৮) মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাযের স্থান আরো প্রশস্ত করতে হবে।
৯) জুলাই-২৪ এর ছাত্র-জনতার বিপ্লবকে স্মরণীয় রাখতে ছবি, সাহিত্য, ম্যাগাজিন প্রকাশ করে বছরে অন্তত একবার অনুষ্ঠানের আয়োজন করা।
১০) জুলাই-২৪ বিপ্লবে গণহত্যায় অংশগ্রহণকারী, উস্কানিদাতা, সহযোগিতা ও তাদের সাথে সম্পর্ক রক্ষাকারী ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
১১) ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালীন সকল ধরনের রাজনৈতিক ও অ-রাজনৈতিক সভা-সমাবেশ এবং শোডাউন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২) ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল রোধে নিরাপত্তাব্যবস্থাকে আরোও কঠোর এবং কার্যকর করতে হবে।
১৩) ক্যাম্পাসে র‍্যাগিং, শিক্ষার্থী নিপীড়ন ও জোর করে শিক্ষার্থীদের দলীয় মিছিল-মিটিং এবং শোডাউনে অংশগ্রহণ করতে যারা বাধ্য করবে তাদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
১৪) কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি জরুরি হটলাইন নাম্বার চালু করতে হবে এবং তা সচল রাখতে হবে।
১৫) শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
১৬) কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও অংশগ্রহন বাড়াতে মানসম্মত ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।
১৭) কলেজের প্রতিটি ভবনে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
১৮) ক্যাম্পাসে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সংস্কার অথবা প্রয়োজনে পুনঃনির্মানের ব্যবস্থা করতে হবে।
১৯) ক্যাম্পাসে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত ওয়াশরুম নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্রশিবিরের কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা উত্তরের সভাপতি আব্দুল মুমিন, উপজেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা দক্ষিন শাখার সেক্রেটারি আবু সাইদ, কলেজ সেক্রেটারি তোফায়েল হাসান তোহা প্রমুখ।

Explore More Districts