চাঁদপুরে সাবেক ছাত্রনেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। যারা আজকে আমার পূর্ব
নির্ধারিত সমাবেশ স্থলে সমাবেশ করার ঘোষণা দিয়ে সমাবেশ করছেন, নিশ্চয়ই আপনারা সকলে বিএনপির নেতাকর্মী।বিগত ১৭ বছর আমি ও আপনারাসহ সকলে কমবেশি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পরে নানা কায়দায় নির্যাতিত হয়েছেন। কিন্তু ফ্যাস্টিস্ট সরকারের বিদায় হয়েছে, কিন্তু আমরা নিজেরা সামান্য স্বার্থের জন্য একে অপরের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের উপর নির্যাতন করছি। এটি সঠিক নয়।’
৫ সেপ্টেম্বর শুক্রবার মোস্তফা খান সফরী চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত জনসভাটি বাতিল করায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমরা সকলে বিএনপির রাজনীতি করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কর্মী হিসেবে দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সকলের রয়েছে। কিন্তু দল যাকে মনোনয়ন দেয় আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তাকে বিজয়ী করে ঘরে ফিরবো, এটি আমাদের শপথ। কিন্তু যে বা যারা দলের কোন কোন নেতার পক্ষ নিয়ে একে অপরের উপর হামলা করে দলের নেতাকর্মীদের মাঝে বিভাজন করছেন আপনাদের মনে রাখতে হবে। চলমান পরিস্থিতিতে দলের মাঝে কোনো বিভাজন করা যাবে না তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দলের সুদৃঢ় ঐক্য অটুট রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বারের আইনজীবী স্থানীয় বিএনপি নেতা এইচ এম আশরাফুল ইসলাম, আশু, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন ভাট,বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ,ইব্রাহিম প্রধানীয়া,মোঃ ফরিদ,জাকির খান,চাঁদপুর জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ,জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মা-আহবায়ক কামরুজ্জামান হাসানাত, যুবনেতা সোহাগ বকাউল,মনির হোসেন খান খোকা,মোঃ বাবুল হোসেন,মোঃ পিন্টু খান,মহসীন তপাদার,জিয়াউর রহমান সোহেল,গোলাম রাব্বানী মনির,মাইনুল ইসলাম,ছাত্রনেতা রাসেল আহমেদ জনি প্রমুখ।
এরপর তিনি দলীয় নেতা কর্মীদেরকে স্ব-স্ব এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং কোন ধরনের সংঘাত বা ঝামেলা না করার জন্য অনুরোধ জানান।
বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার স্থানীয় বিএনপির আয়োজনে জনসভা হওয়ার কথা ছিল।
উক্ত জনসভাকে কেন্দ্র করে উক্ত বিদ্যালয় কতৃপক্ষ প্রশাসনের অনুমতিসহ সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে। জনসভায় চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো।
কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা স্থানীয় বিএনপির আরেকটি গ্রুপ উক্ত একই স্থানে জনসভার ঘোষণা দেয়।
এটিকে কেন্দ্র করে স্থানীয় ভাবে দুটো গ্রুপ মুখে অবস্থান নেয়। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে উক্ত দুটো গ্রুপের সভা পন্ড করে দেয়। পরে দলীয় নেতাকর্মীদের সাথে করে নিজ বাড়িতে চলে যান। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে পুনরায় ঢাকা চলে যান।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক/ ৫ সেপ্টেম্বর ২০২৫