২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার ৯:৪২:০৮ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
নদীতে গোসল করতে গিয়ে চরমোনাই মাহফিলে আসা মুসল্লির মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃত যুবকের সঙ্গে থাকা তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চরমোনাই ময়দান সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে। নিহত মো. এনামুল (২১) ঢাকা দক্ষিণ সিটির ওয়ারী এলাকার বাসিন্দা। তার মৃতদেহ বরিশাল নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।এই তথ্য নিশ্চিত করেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ। তিনি জানিয়েছেন, যুবকের মৃতদেহ নৌ-পুলিশ ফাঁড়িতে রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখেছেন।
বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, চারজন যুবক একসঙ্গে মাহফিলে এসেছিলেন। এ কারণে অপর তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু বোঝা গেছে তাতে এটি দুর্ঘটনা।তিনি বলেন, মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
তারা এসে মৃত্যু নিয়ে কোনো অভিযোগ করলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |