চরফ্যাশনে সাংবাদিক মামুনের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

চরফ্যাশনে সাংবাদিক মামুনের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

৬ April ২০২৫ Sunday ৫:৩৪:১৫ PM

Print this E-mail this


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশনে সাংবাদিক মামুনের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুনের ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা।

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত মোজাফ্ফর তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফসহ একদল ভূমি দস্যু সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে বেকু দিয়ে জমির মাটি কেটে আইল দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে।

জানাযায়, চর কচ্ছপিয়া মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৮ সালে ৩ একর জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু সহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে। শনিবার রাতে ওই জমি দখলের জন্য আবি আবদুল্লাহ লাভলু একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বেকু দিয়ে মাটি কেটে প্রায় এক একর জমিতে আইল দিয়েছে। এ বিষয়ে মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts