চরফ্যাশনে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

চরফ্যাশনে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

১ February ২০২৫ Saturday ৭:১৫:৩৯ PM

Print this E-mail this


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশনে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

ভোলার চরফ্যাশনে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রেদোয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবু তাহের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুর মা মুক্তা বেগম বলেন, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশুটি। এসময় সকালের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন শিশুর মা। কিছুক্ষণ পর শিশু রেদোয়ানকে উঠানে না পেয়ে বাড়ির আসপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু রেদোয়ানের জুতা বাসতে দেখেন। জুতার সুত্র ধরে ওই পুকুরে খুজতে পানিতে নামেন স্বজনরা পরে ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রেদোয়ান ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মালেশিয়া প্রবাসী মো.রুবেল এর ছেলে।

স্বজনরা জানান, শিশুর মা দুই মেয়ে ও একমাত্র ছেলে শিশু রেদোয়ানকে নিয়ে গত ১৫দিন আগে বোরহানউদ্দিন শ্বশুর বাড়ি থেকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা মুক্তা বেগম।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts