চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে ২ স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে ২ স্কুলছাত্রের মৃত্যু

১১ November ২০২৫ Tuesday ১:৫৪:৪৬ PM

Print this E-mail this


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশনে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে ২ স্কুলছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার ফাঁদপাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে নবম শ্রেণির দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাস্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওমরপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছিলেন। বিকাল সাড়ে ৫টায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সামির বলেছে, জুবায়েদ ও আমি আলিগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জিহান চরফ্যাশন টিভি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আমরা ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ স্যারের কাছে প্রাইভেট পড়ি। সোমবারও পড়া শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো আমার দুই বন্ধু। 

নিহতের পরিবারসহ পুরো গ্রামের মানুষ শোকে স্তব্ধ। জিহানের মা রহিমা বেগম বিলাপ করে বলেন, আমার ছেলে আর ফিরবে না, আমি তাকে আর দেখতে পারব না। 

এ ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts