কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার স্থানীয় অসহায় এক’শ ত্রিশ জন ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শীতার্ত অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবান সহ সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। এসময় তিনি শীতবস্ত্র বিতরণে সহযোগীতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক সহ চম্পাকুঁড়ি খেলাঘর আসরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেপিএম এর জিএম (কর্মাশিয়াল) এসএম মাহাবুদ আল মামুন, জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহামুদ, জিএম (অপরাশেন) মইদুল ইসলাম, জিএম (এমটিএস) আবুল কাশেম রনি, ব্যবস্থাপক (বন) আলী আহাম্মদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার, কেপিএম কর্মকর্তা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মোঃ আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
জেএনএন/সিটিজিনিউজ