চবি ডি ইউনিট ঢাবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি ডি ইউনিট ঢাবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা একযোগে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬১টি কেন্দ্রে ২৫,৫১৩ জন ভর্তিচ্ছু অংশ নেন। কেন্দ্রের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল হক জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশা, চবি ডি ইউনিট ভর্তি কমিটির সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহফুজ পারভেজ ভর্তি কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল হক, ঢাবি ফারসি বিভাগের বরিষ্ঠ প্রফেসর ড. আবুল কালাম সরকার, চবি লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মমতাজউদ্দিন আহমেদ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব, ক্রিমিনোলজি বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

Explore More Districts