চবি কর্মচারীদের কাল থেকে পরতে হবে নির্ধারিত পোশাক – দৈনিক আজাদী

চবি কর্মচারীদের কাল থেকে পরতে হবে নির্ধারিত পোশাক – দৈনিক আজাদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারীদের কাল থেকে নির্ধারিত পোশাক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তাদের পোশাকপরিচ্ছদ ভাতা কেটে নেওয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির কর্মরত যেসব কর্মচারী পোশাকপরিচ্ছদ ভাতা পেয়ে থাকেন, তাদের রোববার থেকে স্ব স্ব পদের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ পোশাকপরিচ্ছদ পরিধান করে অফিসে উপস্থিত হতে হবে। অফিসে অবস্থান ও দায়িত্ব পালনকালেও আবশ্যিকভাবে পূর্ণাঙ্গ পোশাকপরিচ্ছদ পরিধান অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হল। এ অফিস আদেশ অমান্যকারীদের প্রাপ্ত পোশাকপরিচ্ছদ ভাতা কেটে নেওয়া হবে এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা চলতি বছরে পোশাকপরিচ্ছদ ভাতা পাননি, তাদেরও নিজ খরচে উল্লিখিত তারিখের পূর্বে নির্ধারিত রং ও ডিজাইনে নিজ নিজ পোশাকপরিচ্ছদ তৈরির পরামর্শ দেওয়া হলো। পোশাকের ধরণ ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর থেকে জানা যাবে।

Explore More Districts