চবির মূলফটকে তালা দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ | ctgnews.com

চবির মূলফটকে তালা দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ | ctgnews.com

       

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে মূলফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

১১ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগের ছয়টি উপ-গ্রুপের শতাধিক নেতাকর্মী বিভিন্ন দাবীতে বিক্ষোভ শুরু করে। দাবিগুলো হচ্ছে- পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ, কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন ও কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ।

Advertisement

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ যদি আমাদের এসব দাবি মেনে না নেন তাহলে লাগাতার অবরোধের কমূর্সচি পালন করা হবে।

ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘কমিটিতে যে জীবনেও রাজনীতি করে নাই সেও পদ পেয়েছে। আবার চবির ছাত্রও নয়, এমনও একজন পদ পেয়েছে। সে কীভাবে পদ পেয়েছে সেটা সে নিজেই জানে না।

এছাড়া বিবাহিত, চাকরিজীবীরাও পদ পেয়েছে। অপরদিকে যারা ত্যাগী, যোগ্য এবং আসলেই পদের দাবিদার তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এ দায় কিন্তু শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার উপরেই বর্তায়।

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আমাদের দাবি থাকবে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের কমিটিতে মূল্যয়ন করা হোক। যোগ করেন তিনি।

এন-কে/ জেইউএস

Advertisement


CTG NEWS

Explore More Districts