
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা বিষয়ক ডিন’স কমিটির একটি সভায় পরীক্ষার তারিখ নির্ধারিত হয়।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ মার্চ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ৮ মার্চ। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৬ মার্চ। বি-১ ও ডি-১ উপ ইউনিটগুলির পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ তারিখ।
এ বিষয়ে চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান ভোরের কাগজকে বলেন, “২ মার্চ হতে ভর্তি পরীক্ষা শুরু হবে।”
“৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। টাকা জমা দেওয়ার শেষ দিন ২০ জানুয়ারি।”
তিনি আরও জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিভাগে পরীক্ষা কেন্দ্র করব। এ ব্যাপারে কথাবার্তা চলছে।”
ওএস