চন্দ্রঘোনা তরুন সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন – Chittagong News

চন্দ্রঘোনা তরুন সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন – Chittagong News

মহান বিজয় দিবস উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (৪ জানুয়ারী) বিকালে। তরুন সংঘ ক্লাবের আয়োজনে বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠে উক্ত খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন করা হয়। এতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংঘ ৫-৪ গোলে শাপলা ছাত্র সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও চন্দ্রঘোনা তরুন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এফআই কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা এসিল্যান্ড স্বরূপ মুহুরী, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, বিজিএমই এর পরিচালক শফিউল করিম খোকন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ইয়াসিন মামুন, তরুন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ রতন, মোঃ ইব্রাহিম হাবিব মিলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন লিটন, আহবায়ক মোঃ শাখের হোসাইন। সঞ্চালনা করেন তরুন সংঘের উপদেষ্টা মোঃ শামসুজ্জামান চৌধুরী রকি। উক্ত ফাইনাল খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারি মুক্তি সাধন বড়ুয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের।

প্রসঙ্গত, গত ১০ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলায় ১৬টি দল অংশ নিয়েছে।তাদের মধ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ও শাপলা ছাত্র সংঘ ফাইনাল খেলায় অংশ নেয়।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts