চন্দ্রঘোনায় রেশম গবেষণা কেন্দ্রের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দ্রঘোনায় রেশম গবেষণা কেন্দ্রের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
চন্দ্রঘোনায় রেশম গবেষণা কেন্দ্রের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগানে অবস্থিত আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের ৪ তলা বিশিষ্ট ট্রেনিং কাম ডরমিটরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে আজ মঙ্গলবার সকালে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল আলিম, রেশম গবেষণা প্রশিক্ষন ইনিস্টিউটের প্রকল্প পরিচালক মোঃ আফতাব হোসেন, ইনস্টিটিউটের পরিচালক কাজী রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য৷ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Explore More Districts