চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – Chittagong News

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – Chittagong News

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চন্দনাইশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে গাছবাড়িয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাফেজ মুহাম্মদ সেকান্দর এবং সঞ্চালনায় ছিলেন আবু সাঈদ আসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা ফেরদৌসুল আলম খান আলকাদেরি। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান ফারুকী।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন:ছাত্রসেনার দক্ষিণ জেলা সহ-সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক শাহেদ,সাবেক উপজেলা সভাপতি,মুহাম্মদ আব্দুল মুবিন, শাহ নেওয়াজ চৌধুরী শুভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারি, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আমিনুল্লাহ, পৌরসভা সাধারণ সম্পাদক মাজহার হেলালসহ সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন নেতৃত্ব নির্বাচিত:
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়:

সভাপতি: মুহাম্মদ রাজিব রিফাত

সাধারণ সম্পাদক: এমরানুল হক

সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মোরশেদুল ইসলাম

অর্থ সম্পাদক: মুহাম্মদ নাফিক মোস্তফা

বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা একটি অহিংস ও আদর্শিক ছাত্র রাজনীতির পথিকৃৎ সংগঠন। সুন্নী মতাদর্শে বিশ্বাসী এ সংগঠন জাতির চেতনায় ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তারা তরুণদের এ আদর্শিক লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts