চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি বৃহস্পতিবার বিকালে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে। সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তি পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা ওসমান চৌধুরী জানান, ইউনিয়নের ১, ৬ নম্বর ওয়ার্ড ও বান্দরবান সংযোগ সড়কে ধোপাছড়ি খালের ওপর উপজেলা পরিষদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম সেতুটি ভেঙে শিক্ষার্থীরা আটকে পড়ে।
স্থানীয় বাসিন্দা দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আবুশ বশর অনেকটা আক্ষেপের সুরে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরেও ভৌগোলিক কারণে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক চেষ্টার পর একটি কাঠের সেতু হলেও সেটিও ভেঙে পরেছে। এতে এ যেন মরার ওপর খরার ঘা। আমরা এতটা পিছিয়ে যে ইউনিয়নে মাত্র একটি বাজার, একটি হাসপাতাল তাও সড়ক পথে সংযোগ বিচ্ছিন্ন।
এসসি/সিটিজিনিউজ