চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর প্রায় আড়াই হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে রিং জাল বা ম্যাজিক জাল নামে পরিচিত) পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিশিকান্ত চিকনখাল সংলগ্ন বিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাউকে আটক করা না গেলেও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান জানান, “অভিযানে প্রায় ২ হাজার ৫০০ মিটার দীর্ঘ ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এগুলো মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ এবং জলজ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান মাছের প্রাকৃতিক উৎপাদন রক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “এই অভিযান শুধু আইন প্রয়োগের জন্য নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির অংশ। জলজ সম্পদের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে অংশ নেন উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, চায়না দুয়ারি জাল খুব সূক্ষ্ম হওয়ায় ছোট মাছ, ডিম ও জলজ প্রাণীদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে এই জাল বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এমজে/সিটিজিনিউজ