চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ, ট্রেন চলাচলে বিঘ্ন – Chittagong News

চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের বিক্ষোভ, ট্রেন চলাচলে বিঘ্ন – Chittagong News

ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জেরে চট্টগ্রাম রেলস্টেশনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। তারা কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন ধরতে না পেরে রেললাইন অবরোধ করলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রোববার (২৪ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। বিক্ষোভের ফলে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের নির্ধারিত পৌঁছানোর সময় ছিল রাত ৩টা ৩০ মিনিট। তবে ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়। এদিকে, কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা সময় ছিল এর কিছুক্ষণ পরেই।

প্রায় শতাধিক যাত্রী কক্সবাজারগামী ট্রেনটি ধরতে না পেরে প্রথমে স্টেশনের ভেতরে এবং পরে রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে সকাল ৭টা ৫০ মিনিটে ছাড়ার কথা থাকলেও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, “সৈকত এক্সপ্রেস ধরতে না পারা যাত্রীদের মধ্যে কিছু যাত্রী বিকল্প ব্যবস্থায় গন্তব্যে চলে যান। যারা থেকে গিয়েছিলেন, তাদেরকে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়ার প্রবাল এক্সপ্রেসে কক্সবাজার পাঠানো হয়েছে।”

সম্প্রতি ট্রেন চলাচলে দেরি ও সময়সূচি বিপর্যয়ের অভিযোগ বাড়ছে। বিশেষ করে ঢাকাগামী ও কক্সবাজার রুটে নিয়মিত দেরিতে ট্রেন চলায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা পাওয়া যায়নি।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts