চট্টগ্রাম নগরীতে গাঁজাসহ গ্রেফতার ২ – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীতে গাঁজাসহ গ্রেফতার ২ – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীতে ১ কে‌জি গাঁজাসহ মোঃ মোস্তফা (২০) ও মোঃ আলী হামজা (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ই‌পিজেড থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (৯ মে) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, গতকাল নগরীর আকমল আলী পকেট গেইট এলাকা থেকে ঐ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আ‌রও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেইটস্থ ছোট বালুর মাঠের উত্তর পাশ থে‌কে ঐ দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

ই‌পিজেড থানার ও‌সি মোহাম্মদ হোসাইন বলেন, আমাদের এমন মাদকবিরোধী অ‌ভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

Explore More Districts