চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ | ctgnews.com

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ | ctgnews.com
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

       

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো.রিদুয়ান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী রাস্তা মাথা এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement


CTG NEWS

নিহত রিদুয়ান পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুসলিমপাড়া গ্রামের মহি উদ্দিনের ছেলে। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৪৬২৪) এর সঙ্গে কক্সবাজারমুখী নাম্বারবিহীন একটি ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের চালক মো. রিদুয়ান গুরুতর আহত হয়।

পরে রিদুয়ানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনায় পতিত ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts