চট্টগ্রাম আদালতে পুলিশের সামনে থেকে আসামী উধাও! | ctgnews.com

চট্টগ্রাম আদালতে পুলিশের সামনে থেকে আসামী উধাও! | ctgnews.com
চট্টগ্রাম আদালত থেকে সাজা প্রাপ্ত আসামীর পলায়ন

       

পুলিশের সামনে থেকে চট্টগ্রাম আদালত থেকে আবুল হাসেম মাঝি নামে এক সাজা প্রাপ্ত আসামী পালিয়েছে। পুলিশ নিজেও জানেনা কিভাবে সে পালিয়েছে। চেক প্রত্যাখানের মামলায় বিচারক তাকে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে কাঠগড়া থেকে আসামীকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামী উধাও।

যদিও জেলা কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ সদস্যরা কোর্টে থাকেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আজ ৪ অক্টোবর, সোমবার দুপুরে প্রথম যুগ্ম জেলা জজ খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, চেক প্রত্যাখানের মামলায় বিচারক আসামীকে সাজা দেন। তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের ডাকা হলেও কাউকে পাওয়া যায়নি। এ সুযোগে আসামী পালিয়ে যান।

আসামীর আইনজীবী আশিষ কুমার শীল বলেন, রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় ছিলেন। পরে আসামী কাঠগড়া থেকে পালিয়ে যান। এ সময় আদালতে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বিচারক তাৎক্ষণিকভাবে ডেকেও কোনো পুলিশ সদস্যকে পাননি।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুদ্দিন পারভেজ বলেন, জেলা কোর্ট পুলিশ প্রায়ই দায়িত্বে গাফিলতি করে। এর আগেও দায়িত্বে অবহেলার বিষয়ে জেলা কোর্ট পরিদর্শককে মৌখিকভাবে অবহিত করা হয়েছিল। আজ সারা দিন কোনো পুলিশ সদস্যকে দেখতে পাওয়া যায়নি।

এসসি

Advertisement


CTG NEWS

Explore More Districts