চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ – Chittagong News

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ – Chittagong News

চট্টগ্রামে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।

রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের মধ্যে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে— শেভরণ ল্যাব: ১৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২ জন,এপিক হেলথ কেয়ার: ৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১ জন, আক্রান্তদের মধ্যে ২ জন নগরের বিভিন্ন এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই আমরা এই সংক্রমণ রোধ করতে পারি।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুম ও জনসমাগম বাড়ার কারণে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই সাবধানতা অবলম্বন জরুরি।

চট্টগ্রামে করোনার আপডেট (৬ জুলাই ২০২৫ পর্যন্ত): মোট নমুনা পরীক্ষা (২৪ ঘণ্টায়): ১৩৬, নতুন শনাক্ত: ৩ জন, মোট আক্রান্ত: ১৭৮ জন।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts