চট্টগ্রামে বৃষ্টিপাত কমার আভাস – দৈনিক আজাদী

চট্টগ্রামে বৃষ্টিপাত কমার আভাস – দৈনিক আজাদী





বৃষ্টির পরিমাণ কমে আসায় নগরের বেশির ভাগ এলাকার পানি নেমে গেছে গতকাল। এতে টানা চারদিন পানিবন্দি থাকা লোকজনের দুর্ভোগও কমতে শুরু করে। এদিকে আবহাওয়া অফিসও চট্টগ্রাম বিভাগে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার আভাস দিয়েছে।

রাজধানীর আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল (বৃহষ্পতিবার) থেকে চট্টগ্রামে বৃষ্টি কমা শুরু করবে। শুধু চট্টগ্রাম না, ঢাকা এবং বরিশাল বিভাগেও বৃষ্টি কম হবে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৩৩ মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করে। যা আগের দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৪ মিলিমিটার। এদিকে গতকাল সকালে নগরের পশ্চিম মোহরা, সিএন্ডবি, বগারবিলসহ কিছু কিছু এলাকায় পানি দেখা গেছে। অন্যান্য এলাকায় পানি কমলেও বাসাবাড়িতে পানি ঢুকে ক্ষতির সম্মুখীন হওয়া লোকজনের জীবযাত্রা স্বাভাবিক হয়নি।




Explore More Districts