চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনায় চার মামলা, আসামি ৩৯ – দৈনিক আজাদী

চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনায় চার মামলা, আসামি ৩৯ – দৈনিক আজাদী

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় ১৮ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে তিন দিনের পরিদর্শন তদন্ত শেষে আকবরশাহ থানায় মামলাগুলো দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আশরাফ উদ্দিন বলেন, অবৈধ পাহাড় কাটার প্রতিবেদন পাওয়ার পর আমাদের একটি প্রতিনিধি দল শনিবার থেকে সোমবার পর্যন্ত আকবরশাহ এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শনকালে জঙ্গল লতিফপুর মৌজার মীর আউলিয়া মাজার সড়কে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। ওই এলাকায় ব্যাপক আকারে পাহাড় কাটায় পরিবেশ বিপর্যয় ঘটেছে।

Explore More Districts