চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি – চট্টগ্রামে দুইটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মনসুর আলী ও ইমরান আলী মাসুদ। তারা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫