চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে বদলি করে চন্দনাইশ থানায় নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।
সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে, যিনি নিষিদ্ধ ঘোষিত কমিটির নেতা ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধ চলায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছায়।
ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য চন্দনাইশ থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে।