#চট্টগ্রাম: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চট্টগ্রামে। রক্ষীবিহীন রেল ক্রসিং পার করার সময়ে ট্রেনের ধাক্কায় দলা পাকিয়ে যায় যাত্রী বোঝাই মাইক্রোবাস। দুর্ঘটনায় ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও পাঁচ। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ চট্টগ্রামের মিরসরাই বড়তাকিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে যায় মাইক্রোবাসটি। গাড়িতে সেই সময়ে যারা ছিলেন, তাঁরা সকলেই পড়ুয়া। কোচিং সেন্টারের শিক্ষকদের সঙ্গে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়েছিল। বাড়ি ফেরার সময়ই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের।
আরও পড়ুন: পৃথিবীর শেষ রাস্তা! যাবেন নাকি ঘুরতে একবার? মানতে হবে বিশেষ নিয়ম
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পড়ুয়াবোঝাই ওই মাইক্রোবাসটি দ্রুতগতিতে আসছিল। সোজা রেললাইনে উঠে পড়ে কোনও গেটম্যান না থাকায়। ঠিক সেই সময়ে লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঝোড়ো গতিতে ধাক্কা মারে গাড়িতে। মুহূর্তে শেষ হয়ে যায় সব। পড়ুয়াদের হাসি চাপ চাপ রক্তে। জানা গিয়েছে, প্রায় এক কিলোমিটার ট্রেনের সঙ্গেই ধাক্কা খেতে এগিয়ে যায় গাড়িটি।
আরও পড়ুন: শস্য-শ্যামলা বসুন্ধরা কী ভাসবে বন্যায়! এ বারে মা দুর্গার কীসে আগমন আর কীসে গমন জেনে নিন
এ দিনের দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার আজিম সাবরেজিস্ট্রার হাজি মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬), মোহাম্মদ হাসান (১৭), জিয়াউল হক সজীব (২২), ওয়াহিদুল আলম জিসান (২৩), শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), সাগর (১৭), ইকবাল হোসেন মারুফ (১৭), মোসহাব আহমেদ হিসাম (১৬), তাসমির হাসান (১৭), মো. মাহিম (১৭), মোস্তফা মাসুদ রাকিব (১৯)।
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত পাঁচ পড়ুয়া বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। ৫ পড়ুয়া পলিট্রমায় ভুগছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নিউরো মেডিসিন বিভাগে চিকিৎসার পর ফের তাঁদের চিকিৎসা হবে অর্থোপেডিক বিভাগে। কারণ তাঁদের কারও কারও শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। এ দিনের দুরঘটনার পরে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেল, আটক করা হয়েছে গেটম্যানকে।
Published by:Shubhagata Dey
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Train Accident