চট্টগ্রামে টেম্পো-ইজিবাইকের সংঘর্ষে কিশোরের মৃত্যু, আহত-৩ – Chittagong News

চট্টগ্রামে টেম্পো-ইজিবাইকের সংঘর্ষে কিশোরের মৃত্যু, আহত-৩ – Chittagong News

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো ও ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো.সাইমন (১৫) নামের এক কিশোর মারা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাইমন বোয়ালখালী পৌরসভার জমাদার হাট এলাকার মৃত নুর কাদেরের ছেলে। আহতরা হলেন, পশ্চিম গোমদণ্ডীর হামিদুল হকের ছেলে মো.রানা (২১), পশ্চিম শাকপুরার আহমেদ শরীফের ছেলে মো.আশেক (১৯) ও আনোয়ার হোসেনের ছেলে মো.হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারী চালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজি চালিত টেম্পোর সাথে (চট্টো মেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী সাইমন ঘটনাস্থলে মারা যান। ইজিবাইকে থাকা ৩ যাত্রী আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুমন জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ইজিবাইকটি বোয়ালখালী ইভেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সাজসজ্জার মালামাল নিয়ে গিয়েছিল করলডেঙ্গার একটি অনুষ্ঠানে। সেখান থেকে সাইমনসহ ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা ধায়ের করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টেম্পো ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts