চট্টগ্রামে আরও ৪৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ – দৈনিক আজাদী

চট্টগ্রামে আরও ৪৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ – দৈনিক আজাদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গতকাল চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আরও ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র জমাদানের দিন যতই ঘনিয়ে আসছে চট্টগ্রামে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ দিনদিন ততই বাড়ছে। চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও স্বতন্ত্রসহ ১৪৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা। এরমধ্যে দলের ঘোষিত প্রার্থীর বাইরে গিয়ে চট্টগ্রামের প্রায় আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্‌ আজাদীকে জানান, আজকে (গতকাল বুধবার ) বিভাগীয় কমিশনার ও তাঁর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় গতকল থেকে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম(হাটহাজারী উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) আসন থেকে গণঅধিকার পরিষদের মো. শোয়েব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন, স্বতন্ত্র থেকে মো. আবদুল ওহাব ফয়ছাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে চট্টগ্রাম(বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসন থেকে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সেহাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম(কোতোয়ালী, বাকলিয়া) আসন থেকে বিএনপির শাহজাদা মোহাম্মদ আহসান উল্লাহ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী মো. শফি উদ্দিন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী মনোনয়ন ফরম নিয়েছেন। চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহরপাহাড়তলী) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আসমা আকতার, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আলী ওসমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ইউসুফ খান মনোনয়ন ফরম ফরম নিয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম(মীরসরাই উপজেলা) আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী, জেএসডির একেএম আবু ইউসুফ এবং চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেন এবং চট্টগ্রাম৬ রাউজান আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গোলাম আকবর খন্দকার, এনসিপি থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটিএম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইকবার হাসান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রমোদ বরন বড়ুয়া, গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দীন মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়াও চট্টগ্রাম১২ পটিয়া আসন থেকে এলডিপির এম ইয়াকুব আলী।

এদিকে চট্টগ্রাম১৩ আনোয়ারা আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এরফানুল হক, এদিকে চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসন থেকে গতকাল বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন নিয়েছেন তারা হলেনমহসিন জিল্লুর করিম, এম এ হাশেম রাজু, মোহাম্মদ ইখতিয়ার হোসেন, মোহাম্মদ আল হেলাল, এজাজ আহমদ চৌধুরী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মদ হাসান আলী। চট্টগ্রাম১৫ লোহাগাড়াসাতকানিয়া আসন থেকে জনতার দলের গিয়াস উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম মনোনয়ন ফরম সংগ্রহ নিয়েছেন। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসন থেকে জাতীয় পার্টির আলহাজ্ব আবু তাহের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও এই আসন থেকে বিএনপির শেখ তাপসী জহুরা, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর দীপা মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)- এর মো. নিজামুল হক আল কাদেরী, জনতার দলের মোহাম্মদ আবছারুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবদুল আজিজ মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য। আজকে বুধবার (গতকাল) চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে ১৪৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

Explore More Districts