চট্টগ্রামে আওয়ামী লীগের ২৬ জন গ্রেফতার – Chittagong News

চট্টগ্রামে আওয়ামী লীগের ২৬ জন গ্রেফতার – Chittagong News

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিএম‌পির এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ্যমে এ তথ্য নি‌শ্চিত করা হয়। সিএমপি জানায়, গতকাল ৯ ফেব্রুয়ারি দুপুর ২ টা থেকে আজ ১০ ফেব্রুয়ারি দুপুর ২ টার মধ্যে সিএম‌পির বি‌ভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ম‌ধ্যে আকবরশাহ থানা থেকে মঈনুল হোসেন গালিব (৩২), সদরঘাট থানা থেকে শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মোঃ নাহিদুল আলম এলিন (৪৩), মোঃ সফর আলী (৩৯), বন্দর থানা থে‌কে লিয়াকত আলী আরিফ (৪১), পাহাড়তলী থানার আসামি মিরসরাই মিঠানালা ইউপি আওয়ামী লীগের সদস্য মোঃ আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মোঃ রিয়াদ প্রঃ রিয়াজ (২৬), কোতোয়ালী থানার আসামি মোঃ রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মোঃ জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), চকবাজার থানার আসামি শেখ খান ইমন (২২), ইপিজেড থানার আসামি মনির হোসেন (২০), বাকলিয়া থানার আসামি মোঃ আরিফ (২৪), মোঃ ইউনুস (২০), মোঃ জসিম উদ্দিন (৫৪), পতেঙ্গা মডেল থানার আসামি মোঃ মাহমুদ ইকবাল (৩৪), চান্দগাঁও থানার আসামি মোঃ মনছুর আলম (৪৪), মোঃ আব্দুর রহিম (৩৭), কাজী মোঃ ইব্রাহীম শরীফ (৪৯), হালিশহর থানার আসামি মোঃ নাহিদুল আলম চৌধুরী (১৯), বায়েজিদ বোস্তামী থানার আসামি মোঃ চাঁন মিয়া (২০), পাঁচলাইশ থানার আসামি মোঃ বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), খুলশী থানার আসামি মোঃ রফিক (৪০) ও কর্ণফুলী থানার আসামি চরপাথরঘাটা ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি পেয়ার আহমেদ (৪৫) সহ সর্বমোট ২৬ জন।

পু‌লিশ জানায়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts