চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামি কারাগারে

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামি কারাগারে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারনামীয় ১১ আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) এবং দেবী চরণ (৩৬)। তারা নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ পাহারায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলার ১১ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, এজাহারনামীয় ১১ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী তাদের রিমান্ড আবেদন করা হবে।

গত বছরের ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় ব্রক্ষ্মচারীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। পরে কোতোয়ালী থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয়।

তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দিয়ে তিন ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের পাশের রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Explore More Districts