চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: ছয় ভাইয়ের সন্তানেরা বোঝেনি কী হারাল

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: ছয় ভাইয়ের সন্তানেরা বোঝেনি কী হারাল

রক্তিমেরা আট ভাইয়ের মধ্যে সাতজনই ছিলেন বিবাহিত। সবাই রেখে গেছেন ছোট ছোট শিশু সন্তান। এদের মধ্যে এক মাস থেকে ১৬ বছর বয়সী সন্তান রয়েছে। এতটুকু বয়সে ছেলেমেয়েগুলো ভালোভাবে বুঝতেই পারছে না তাদের বাবা-চাচাদের মৃত্যু।
আট ভাইয়ের মধ্যে স্মরণ সুশীলের স্থানীয় বাজারে সেলুনের দোকান ছিল। তাঁর এক ছেলের বয়স চার বছর। মৃত্যুর ২০ দিন আগে জন্ম নেয় তাঁর একটি মেয়ে। দুই ছেলে-মেয়ে নিয়ে তাঁর স্ত্রী তৃষ্ণা সুশীল এখন অদৃষ্টকে দায়ী করছেন। তিনি বলেন, ‘ভগবান আমাদের অনেক বড় শাস্তি দিল।’

আরেক ভাই দীপক সুশীল কিছুদিন আগেই ফিরেছিলেন কাতার থেকে। একমাত্র ছেলেটি সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। তাঁর স্ত্রী মুন্নীর কাছে মনে হচ্ছে, মৃত্যুই দীপককে কাতার থেকে ডেকে এনেছে।

Explore More Districts