চকরিয়া সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টার অসচ্ছল প্রতিবন্ধি মানুষের অনুপ্রেরণার ঠিকানা – Chittagong News

চকরিয়া সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টার অসচ্ছল প্রতিবন্ধি মানুষের অনুপ্রেরণার ঠিকানা – Chittagong News

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (এইচ আই) সহায়তায় শাররীক ভাবে অসচ্ছল প্রতিবন্ধি রোগীদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে।

চকরিয়া সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টার অসচ্ছল প্রতিবন্ধি মানুষের অনুপ্রেরণার ঠিকানাচকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জায়নুল আবেদীন জানিয়েছেন, উপজেলা সরকারি হাসপাতালে ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছর ২০২৫ সালের জুলাই সময়কালে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা শাররীক প্রতিবন্ধিতার ঝুঁকিতে মোট ৩ হাজার ২১৭ জন প্রতিবন্ধী নারী-পুরুষ শিশুকে বিনামূল্যে সেবাগ্রহীতা ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়ার পাশাপাশি সবাইকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার, ক্রাচ, ওয়াকার প্রদান করা হচ্ছে। হাসপাতালের ফিজিওথেরাপি হাস সেন্টারে বর্তমানে দুইজন অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট নিয়মিত প্রতিদিন শাররীক প্রতিবন্ধি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন টিএইচও ডাঃ মোঃ জায়নুল আবেদীন।

চকরিয়া সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি সেন্টার অসচ্ছল প্রতিবন্ধি মানুষের অনুপ্রেরণার ঠিকানাসংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি সেবা সেন্টারে রোগীরা বিনামূল্যে যেসব সেবা পাচ্ছেন, তাঁর মধ্যে রয়েছে মেরুদন্ডে ব্যথা (হাত পা ঝিন ঝিন করা ও অবশ হওয়া) ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু ও পায়ের গোড়ালি ব্যথা, বাত ব্যথা (অস্টিওআর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস), হাতের কনুই, জয়েন্ট ও মাংসপেশীতে ব্যাথা, হাড়ভাঙ্গা এবং অপারেশন পরবর্তী জয়েন্টে ব্যাথা।

এছাড়াও খেলাধুলায় আঘাত জনিত সমস্যা যেমন-মাংসপেশীতে টান ও লিগামেন্ট ইনজুরি কাঁধ শক্ত হয়ে যাওয়া (ফ্রোজেন শোল্ডার) জন্মগত ঘাড়, পা বাঁকা বা অন্যান্য ত্রুটি স্ট্রোক জনিত কারণে প্যারালাইসিস মাংসপেশী শক্ত হয়ে যাওয়া, স্পাইনাল কর্ড ইনজুরি, সেরিব্রাল্ পালসি, ডাউন সিন্ড্রোম ফেসিয়াল পালসি (মুখ বাঁকা) রোগে আক্রান্ত রোগীকে ফিজিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিজিওথেরাপিস্ট এবং রিহেবিলিটেশন ইনচার্জ শাহানা ইসলাম।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts