চকরিয়ায় সবুজবাগে রাতের আঁধারে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ  – Chittagong News

চকরিয়ায় সবুজবাগে রাতের আঁধারে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ  – Chittagong News

‎চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় পৈত্রিক জমি জবরদখলের জন্য রাতের আঁধারে বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

‎হামলার আশংকা প্রকাশ করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বুধবার (১১ জুন) বিকালে চকরিয়া পৌরশহরে সাংবাদিক সম্মেলন করেছেন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার মরহুম নুরুল ইসলাম এর ছেলে নাছির উদ্দিন।

‎সাংবাদিক সম্মেলনে আক্রান্ত পরিবারের গৃহকর্তা সায়েদ মোহাম্মদ নাছির জানান, চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  সবুজবাগ এলাকায় চিরিঙ্গা মৌজার মূল বিএস ৭০ নং খতিয়ানের সৃজিত বিএস ৮১১ নং খতিয়ানের ৬৩ দাগের আমার পিতা মৃত নুরুল ইসলামের নামে দুই খন্ডে প্রায় ৪৬ কড়া জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ছোট খন্ডের প্রায় ১০ কড়া জায়গার চারপাশে টিনের ঘেরা দিয়ে ভোগদখলে রয়েছেন আমার পরিবার।

‎সম্প্রতি সময়ে ভুয়া খতিয়ান সৃজন করে সবুজবাগ এলাকায় আমাদের দখলীয় উক্ত ১০ কড়া জমি জবরদখলের জন্য অপচেষ্টা চালাচ্ছে  চকরিয়া উপজেলার পশ্চিমবড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরবেশকাটার বাসিন্দা জয়নাল আবেদীনের পুত্র মমতাজ উদ্দিন আকতার ও তারেকুল ইসলামের গংয়ের লোকজন।

‎এরই জেরে বেশকিছু দিন ধরে অভিযুক্ত ভূমিদস্যুদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের জমি জোর করে  জবরদখলের জন্য নিয়মিত অস্ত্রের মহড়া দিয়ে আসছে।

‎সর্বশেষ শনিবার ৭ জুন সকালে আমরা (পরিবারের পুরুষ সদস্যরা) ঈদের নামাজ পড়তে মসজিদে চলে যাই। ওই সুযোগে অভিযুক্ত মমতাজ উদ্দিন আক্তার, তারেকুল ইসলাম ও ফুলতলার লেডা গিয়াসের নেতৃত্বে ৮/১০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত সবুজবাগস্থ আমাদের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কুপিয়ে বাড়ির ঘেরাবেড়া তছনছ করে দিয়েছে।

‎নাছির উদ্দিন বলেন, গত ৭ মে অভিযুক্ত ভূমিদস্যু মমতাজ উদ্দিন আক্তার গংয়ের বিরুদ্ধে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা চেয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি এমআর মামলা দায়ের করি। যার মামলা নং ১১৭/২০২৫। আদালত উক্ত বিষয়ের আলোকে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন। পাশাপাশি চকরিয়া থানার ওসিকে ওই জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা দেওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠে ভূমিদস্যুরা।

‎সাংবাদিক সম্মেলনে নাছির উদ্দিন অভিযোগ করে বলেন,  এখন মমতাজ গং উল্টো মিথ্যা মামলায় আসামি করে আমিসহ আমার পরিবার সদস্যদের এলাকাছাড়া করেছে। এ সুযোগে পুনরায় হামলা তান্ডব চালিয়ে আজকে রাতের আঁধারে আমাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়ে জায়গা দখল করে নেবে বলে পরিকল্পনা নিয়েছে। এ অবস্থায় আমি এবং আমার পরিবার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।

‎দখলবাজ চক্রের কবল থেকে নিস্তার পেতে চাই। জায়গা নিয়ে কোনধরনের ঘটনা ঘটলে, আমার পরিবারের কেউ হতাহত হলে তাঁর জন্য অভিযুক্ত মমতাজ গং দায়ী থাকবে। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে লিপিবদ্ধ করে রাখলাম।

এসসি/সিটিজিনিউজ 

Explore More Districts